বিশ্বসেরা দশজন নাচিয়ের কথা

Image Source: TechSpot

পৃথিবীতে বিখ্যাত মানুষ অনেক আছেন আবার বিখ্যাত মানুষেরও অনেক ধরণও আছে। কেউ নগরে বিখ্যাত, কেউ দেশ বিখ্যাত আবার কেউবা বিশ্ববিখ্যাত। আজ কিছু বিশ্ববিখ্যাত মানুষদের কথ বলবো। তবে বিশ্ববিখ্যাত মানুষের সংখ্যও কিন্তু কম নয় এবং সবার কথা বলাও সম্ভব নয়।

একেক মানুষ একেক কারণে বিখ্যাত। কেউ গান গেয়ে বিখ্যাত, কেউ ছবি একে বিখ্যাত কেউ অভিনয় করে বিখ্যাত আবার কেউবা নৃত্যশিল্পী হিসেবে বিখ্যাত। আজ বিশ্বের সেরা দশজন নৃত্যশিল্পীর কথা বলবো, যাদের নৃত্যের যাদুতে পৃথিবী হয় বুঁদ।

জেনিফার লোপেজ

বিশ্বসেরা ড্যান্সারদের নাম বলতে গেলে যার নাম অবশ্যই বলতে হবে তিনি জেনিফার লোপেজ। জেনিফারের পুরো নাম জেনিফার ল্যান লোপেজ হলেও বিশ্ববাসীর নিকট তিনি পরিচিত জেনিফার লোপেজ কিংবা জেলো নামে। আমেরিকান এই ড্যান্সার একাধারে একজন পারফর্মার, অভিনয় শিল্পী, ড্যান্সার ও একজন ফ্যাশন ডিজাইনার। নাচের যাদুতে ভূবন বুঁদ করে রাখা এই ড্যান্সার প্রথম প্রদীপের আলোয় আসেন ১৯৯১ সালে লিভিং কালারে ফ্লাই গার্ল হিসেবে। এরপর ১৯৯৭ সালে অভিনয় করেন বিশ্ববিখ্যাত হরর সিনেমা অ্যানাকোন্ডায়।

 

জেনিফার লোপেজ; Image Source: ZIMBIO

এই চলচ্চিত্রটি লোপেজের জন্য ছিল আশীর্বাদ স্বরূপ। কেননা এই মুভিটিই তাকে প্রথম আন্তর্জাতিক অঙ্গনে তারকা খ্যাতি এনে দেয়। এর পরবর্তী বছরই লোপেজ নিয়ে আসেন তার কমেডি চলচ্চিত্র আউট অফ সাইট। এর অভূতপূর্ব সাফল্যে তিনি ল্যাটিন অভিনেত্রী হিসেবে হলিউডে নিজের স্থান করে নেন। তবে লোপেজ সবচেয়ে বেশি সম্মানিত হয়েছেন তার ড্যান্সের জন্য যা তাকে বিশ্বের টপ টেন ড্যান্সারের তালিকায় দিয়েছে দশম স্থান।

গিলিয়ান মারফি

গিলিয়ান মারফি বিশ্বসেরা নাচিয়েদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ নাম। বিশ্ব নৃত্যঙ্গনে অসাধারণ নাচের যাদু দেখিয়ে তিনি হয়েছেন বিশ্বের হাতেগোনা বিখ্যাত কয়েকজন নাচিয়ের একজন। তিনি মূলত আমেরিকান ও রয়েল নিউজিল্যান্ড ব্যালে থিয়েটারের কেন্দ্রীয় অভিনেতা। নাচের সাথে গিলিয়ানের সখ্যতা সেই তিন বছর বয়স থেকেই।

নৃত্যরত গিলিয়ান মারফি; Source: Books and Art – Tumblr

মাত্র পাঁচ বছর বয়সেই তিনি কলোম্বিয়া সিটি ব্যালের গুরুত্বপূর্ণ ব্যাক্তি হয়ে পড়েন। পরবর্তীতে এই ব্যালে পারফর্রমার বিশ্বের মধ্যে উল্লেখযোগ্য শিল্পী হয়ে উঠেন। তবে তিনি আরও উল্লেখযোগ্য হয়ে ওঠেন তার অসাধারণ নাচের প্রতিভার কারণে। বিশ্বের সেরা দশ নাচিয়ের মধ্যে গিলিয়ান মারফি রয়েছেন অষ্টম স্থানে।

জোকুইন কর্টেস

ইন্ডাস্ট্রিতে সবচেয়ে আকর্ষণীয় ফিগারের অধিকারী জোকুইন কর্টেস। তার মনোমুগ্ধকর নাচের কারণে তার রয়েছে অসংখ্য নারী ও পুরুষ ভক্ত। জোকুইন কর্টেসের এই নৃত্য প্রতিভার বিকাশ যখন তিনি বারো বছরের বালক ঠিক তখন থেকেই।

জোকুইন কর্টেস; Image Source: ZIMBIO

বারো বছর বয়স থেকেই তিনি নাচের দিকে গভীরভাবে মনযোগী হন। এসময় তার যাদুকরী নাচের দক্ষতার কারণে তিনি মাদ্রিদে নৃত্য পরিবেশনের জন্য আমন্ত্রিত হন। বিশ্বের সেরা দশ ড্যান্সারদের মধ্যে জোকুইন কর্টেস রয়েছেন অষ্টম স্থানে।

মাইকেল ফ্ল্যাটলি

মাইকেল ফ্ল্যাটলির নাচের হাতে খড়ি শৈশবে তার দাদীমর কাছে। কিন্তু তার দাদীমা কি জানতেন তার এই পুঁচকে নাতি একদিন তার শেখানো বিদ্যা দিয়েই বিশ্বজয় করবেন? আজ তিনি তার দাদীমার শেখানো বিদ্যা দিয়েই হয়ে উঠেছেন বিশ্বের সেরা দশ ড্যান্সারদের মাঝে সপ্তম। এই আমেরিকান আইরিশ শিল্পী একাধারে একজন কোরিওগ্রাফার ও একজন সংগীতজ্ঞ।

মাইকেল ফ্ল্যাটলি; Image Source: The Times

লর্ড অফ দ্য ড্যান্স, রিভার ড্যান্স, ফিট অফ ফ্লেমস ও কেলটিক টাইগার মুভিগুলো তার ক্যারিয়ারে পরশ পাথরের মত যা তাকে করেছে বিখ্যাত এবং তার অসাধারণ গুণে মুভিগুলোও হয়েছে বিখ্যাত।

শাকিরা

বিশ্বজুড়ে তার নাম ডাক। সারা বিশ্বজুড়ে রয়েছে তার অগণিত ফ্যান ফলোয়ার। তিনি শাকিরা। নাম শুনলেই চোখের সামনে ভেসে উঠে তার সেই আবেদনময়ী বেলি ড্যান্সের কথা। কেননা এই কলোম্বিয়ান সংগীত শিল্পী তার সংগীত প্রতিভা দিয়ে যেমন জয় করেছেন বিশ্ববাসীর হৃদয়, তেমনই বেলি ড্যান্স দিয়েও সমান তালে সমাদৃত হয়েছেন বিশ্ববাসীর নিকট। ছোটবেলা থেকেই তিনি তার স্কুলে ল্যাটিন, অ্যারাবিয়ান ও এই বেলি ড্যান্সের পারফর্ম করতেন।

শাকিরা; Image Source: ZIMBIO

তবে সব ছাপিয়ে যান তিনি বেলি ড্যান্সের বেলায়। ল্যাটিন ও অ্যারাবিয়ান বেলি ড্যান্সের সংমিশ্রণে তিনি দর্শকের সামনে উপস্থাপন করেন তার নিজস্ব স্টাইল সমৃদ্ধ বেলি ড্যান্স, যা তাকে পরবর্তীতে বিশ্বজুড়ে বিশাল ব্যাপ্তি এনে দেয়।

তবে তিনি বিশ্বদুয়ারে সবচেয়ে বেশি আলোচিত হন ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১০ এর আসরে পারফর্মের মাধ্যমে, যা এখনও সবার চোখে চোখে ভাসে। একাধারে একজন মিউজিশিয়ান, ড্যান্সার, রেকর্ড প্রোডিওসার শাকিরা তার ভূবন মোহিনী বেলি ড্যান্স দিয়ে বেস্ট অফ ফিমেল ড্যান্সার ইন দ্য ওয়ার্ল্ডের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন। বিশ্বসেরা এই ড্যান্সার বিশ্বের সেরা দশ জন ড্যান্সারদের মধ্যেও রয়েছেন ৬ নম্বরে।

প্রভুদেবা

বিশ্বসেরা ড্যান্সারদের তালিকায় আরেকটি অাধিপত্য বিস্তারকারী নাম হল প্রভুদেভা। নিজের তুখোড় নৃত্য প্রতিভা দিয়ে উপমহাদেশের সীমানা ছাড়িয়ে নিজেকে পরিচয় করিয়ে দিয়েছেন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে। বহুমুখী প্রতিভার অধিকারী প্রভুদেবা একাধারে একজন কোরিওগ্রাফার, চিত্রনির্মাতা, প্রযোজক ও অভিনেতা।

প্রভুদেভা; Image Source: NewsX

তামিল, তেলেগু, হিন্দি, মালায়লাম ও কানাডিয়ান চলচ্চিত্রে কাজ করে রেখেছেন এবং রেখেছেন স্বপ্রতিভার স্বাক্ষর। অসাধারণ মনোমুগ্ধকর নাচের স্বীকৃতি স্বরূপ সেরা নৃত্য পরিচালক হিসেবে নিজের ঝুলিতে নিয়েছেন দুটি চলচ্চিত্র পুরস্কার। বিখ্যাত এই বলিউড ড্যান্সার আজ বিশ্বসেরা দশ নৃত্যশিল্পীদের তালিকায় রয়েছেন পঞ্চম স্থানে।

সিলেভি গিলিম

সিলভি; Image Source: The Guardine

বিশ্বসেরা দশজন ড্যান্সারদের নাম তুললেই যার এসে যায় তিনি সিলভি গিলিম। সিলভি মূলত একজন ফরাসি ব্যালে পারফর্মার। স্বীয় প্রতিভার জোরে তিনি লন্ডনের রয়্যাল ব্যালের প্রধান অতিথি শিল্পীর সম্মান পেয়েছেন। এছাড়া তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন, রেখেছেন নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর। ২০১৪ সালে এই বিশ্বসেরা নাচিয়ে অবসরের ঘোষণা দিয়ে বিদায় নেন।

মাইকেল জ্যাকসন

মাইকেল জ্যাকসন বিশ্ববাসীর নিকট এক অবসংবাদিত কিংবদন্তীর নাম, এক উন্মাদনার নাম। পপসম্রাট হিসেবে তার নামটি বিশ্বসংগীতের ইতিহাসে আজীবন অক্ষত রয়ে যাবে। তবে মাইকেল জ্যাকসন কিন্তু এই একটি প্রতিভা নিয়ে আসেননি এই পৃথিবীতে। বহুমুখী প্রতিভার অধিকারী মাইকেল জ্যাকসনের আরেকটি মনোমুগ্ধকর প্রতিভা হচ্ছে তার অসাধারণ নাচের প্রতিভা। তিনি স্টেজে শুধু গানই শোনাতে না দর্শকদের।

মাইকেল জ্যাকসন; Image Source: BBC

গানের সাথে তার তুখোড় নাচ যেন দর্শকদের নিকট বোনাস হিসেবে ছিল। গান ও নাচের অভূতপূর্ব সংমিশ্রণের নাম মাইকেল জ্যাকসন। তার নাচ দেখে যেকেউই বলতে বাধ্য হবেন তার মত তুখোড় ড্যান্সার এই গ্রহে কমই আছে।মৃত্যুর সময় ও আজও তিনি বিশ্বের অপ্রতিদ্বন্দ্বী পপ গায়ক ও ড্যান্সার। বিশ্ব সেরা দশজন ড্যান্সারদের তালিকায় পপ সম্রাট মাইকেল জ্যাকসন দখল করে আছেন তৃতীয় স্থান।

মিখাইল ব্যারিশ্নিকভ

মিখাইল ব্যারিশ্নকভের পুরো নাম মিখাইল নিকোলেভিচ ব্যারিশ্নিকভ। বহুমুখী প্রতিভার অধিকারী মিখাইল একাধারে একজন কোরিওগ্রাফার, একজন ড্যান্সার ও একজন অভিনেতা। তবে তার সকল প্রতিভা ছাপিয়ে তার জন্য আশীর্বাদ হয়ে উঠেছে তার নৃত্যপ্রতিভা, যা তাকে বিশ্বসেরা দশজন নৃত্য শিল্পীদের মধ্যে দিয়েছে দ্বিতীয় স্থান অর্জনের সম্মান।

মিখাইল ব্যারিশ্নকভ; Image Source: REE/RL

আমেরিকান এই আর্টিস্ট অন্যতম একজন ব্যালে পারফর্মার। নিজেকে বিশ্বদরবারে স্মরণীয় করে রাখার মত অসংখ্য কীর্তি রয়েছে তার। অভিনেতা হিসেবেও মিখাইল টিভি ও বড়পর্দা উভয় স্থানেই পেয়েছেন সাফল্যর ছোঁয়া।

রুডলফ নুরিয়েভ

বিশ্বসেরা নাচিয়েদের নাম বলতে গেলে তার নাম বলতেই হবে। কেননা তিনি হচ্ছে সেরাদের সেরা। তিনি রুডলফ নুরিয়েভ, একজন সোভিয়েত ব্যালট পারফর্মার এবং কোরিওগ্রাফার। বিশ্বসেরা এই ড্যান্সার একসময় ছিলেন প্যারিস অপেরা ব্যালের প্রধান। দীর্ঘদিন তিনি এই অপেরার প্রধান কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন।

রুডলফ নুরিয়েভ; Image Source: Famous People

নুরিয়েভের জনপ্রিয়তার কথা বলতে গেলে বলতে হবে তিনি লর্ড অফ দ্য ড্যান্স হিসেবে বিশ্ব নৃত্যাঙ্গনে পরিচিত। বর্তমানে তিনি বিশ্বসেরা দশ ড্যান্সারের তালিকার প্রথম স্থান অধিকার করে বসে আছেন।

Featured Imge Source: TechSpot

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.