যে ৭টি কারণে এক্সবক্স ওয়ানএক্সের পরিবর্তে পিএস৪ প্রো কেনা উচিত

Images source: Forbes

প্রযুক্তি নির্ভর বর্তমান বিশ্বে আমাদের দৈনন্দিন জীবনের ব্যস্ত মুহূর্তগুলোও যেমন হয়ে পড়েছে প্রযুক্তিবন্দি তেমনই আমরা আমাদের অবসর সময়টুকু কাটাতেও হয়ে পড়েছি প্রযুক্তি ওপর নির্ভরশীল। অবসরে সময়টা উপভোগ উপযোগী এমনই একটি প্রযুক্তির অবদানের নাম হলো গেমস।

গেমস সাধারণত বাচ্চারা খেলে বলে প্রচলিত থাকলেও বড় ছোট সবার নিকটই কিন্তু চাহিদার শীর্ষে রয়েছে গেমস। আর এই চাহিদার কথা মাথায় রেখেই প্রতিনিয়ত বিশ্বের প্রযুক্তি বাজারে প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানগুলো আপডেট ও লেটেস্ট মডেলের গেমস নিয়ে আসছে বাজারে। তারই ধারাবাহিকতায় এই ছুটির ঋতু আপনার নিকট আরো উপভোগ্য করে তুলতে মাইক্রোসফট বাজারে নিয়ে এসেছে তাদের নতুন গেম এক্সবক্স ওয়ান এক্স। মাইক্রোসফটের এই নতুন গেম এতটা শক্তিশালী যা ইতিপূর্বে তৈরী হয়নি।

জানা গেছে সনির তৈরীকৃত গেম প্লেষ্টেশন ৪ প্রো’র চেয়েও শক্তিশালী এই এক্সবক্স। যার ফলস্বরূপ এক্সবক্স বাজারে এসেই হারিয়ে দিয়েছে সনি প্রোসহ তার সকল প্রতিদ্বন্দ্বীদের এবং বর্তমানে এটি বাজারে বিরাজ করে রেখেছে তার একচ্ছত্র আধিপত্য। কিন্তু তবুও যদি আপনাকে বলা হয়, ‘আপনার ভালোর জন্য বলছি এক্সবক্স না কিনে প্রো কিনুন’। আপনি হয়তো অবাক হবেন কিংবা ভাববেন আপনাকে হয়তো ভুল পথে চালনা করার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি কিন্তু একদমই তা না। প্রকৃতপক্ষে এমন কিছু কারণ রয়েছে যার জন্য এক্সবক্স ওয়ান এক্সের বদলে সনি পিএস ৪ প্রো কেনাই উচিত।

মূল্য

Image Source: The Enrollment Management Association

ওয়ান এক্সের বদলে পিএস৪ কেনার কারণগুলোর মধ্যে অন্যতম ও যৌক্তিক একটি কারণ হলো এদের মূল্য। কেননা মাইক্রোসফট এবং সনির কনসোলের মাঝে দামের যে বিস্তর ফারাক রয়েছে তা একটু বেশিই বটে।

২০১৩ সালে যখন ভ্যানিলা এক্সবক্স ওয়ান বাজারে আসে তখন এর নির্ধারিত মূল্য ছিল ৪৯৯ মার্কিন ডলার যেখানে পিএস ৪ প্রোর মূল্য ৩৯৯ মার্কিন ডলার। এক্সবক্স ওয়ান এক্স ও পিএস৪ প্রোর ক্ষেত্রেও একই দূরত্ব সম্পন্ন মূল্য বিরাজ করছে। অন্যদিকে সারাবছর তুলনামূলক সুলভ মূল্যে পাওয়া পিএস৪ প্রোর মূল্য বিশেষ কিছু সময় যেমন ছুটির মৌসুম, ব্ল্যাক ফ্রাইডে এবং ক্রিস্টমাসের সময়গুলোতে আরো নেমে আসে।

এই সময়গুলোতে সনির এই পণ্য পাওয়া যায় ৩৪৯ মার্কিন ডলারে। এবার হিসাব করলে আপনি দেখবেন এই দুটি গেমসের মধ্যে তফাৎ গিয়ে দাড়াচ্ছে একশো ডলার এবং বিশেষ সময় তারও অধিক। হতে পারে এক্সবক্স ওয়ান এক্স প্রোর তুলনায় নতুন এবং শক্তিশালী এর জন্য আপনার পকেট থেকে ঝাড়তে হবে আরো ১০০-১৫০ ডলার। সেটাও কিন্তু কম নয়। অতএব এই দিকগুলো বিবেচনা করে ওয়ান এক্সের বদলে পিএস৪ প্রো কেনাটাই কেনা উচিত বলে মনে করি।

আপনি সত্যিকার অর্থে পার্থক্যটি ধরতে পারবেন না

ওয়ান এক্স ও পিএস৪ প্রো নিয়ে বাজারে অনেক কথা প্রচলিত থাকলেও প্রকৃতপক্ষে কিন্তু তেমন পার্থক্য পাওয়া যায় না দুটির মধ্যে। তবে লক্ষ করলে দেখা যাবে এক্সবক্স ওয়ান এক্সে একটি ভাল গ্রাফিক্স থাকলেও এটি খুব একটা আকর্ষণীয় না।

ভার্চুয়াল রিয়েলিটি

Image Source: EDUCAUSE Review

কোয়ালিটি, কর্মক্ষমতার দিক থেকে মাইক্রোসফটের এক্সবক্স ওয়ানএক্স সনি পিএস৪ প্রোর চেয়ে অনেক ক্ষেত্রে এগিয়ে থাকলেও এমন কিছু দিক আছে যে দিকগুলোর সাথে আপনি সময় কাটাতে চাইলে আপনাকে অবশ্যই এক্সবক্সকে এড়িয়ে ঐ ৪ প্রোর কাছেই যেতে হবে। এর একটি হলো ভার্চুয়াল রিয়েলিটি।

আপনি যদি আপনার কনসোলে ভার্চুয়াল রিয়েলিটি চান তবে অবশ্যই আপনাকে সনি ৪ প্রো নিতে হবে। পিএস৪ প্রো ইতিমধ্যেই এধরনের বেশকিছু গেম নিয়ে এসেছে এবং ভবিষ্যতে এধরনের আরো গেমস বাজারে আনার পরিকল্পনা রয়েছে তাদের।

গেমগুলো

Image Source: Finder

সবচেয়ে বড় কথা হলো যে উদ্দেশে আপনি এক্সবক্স ওয়ান এক্স কিংবা পিএস৪ প্রো কিনবেন সেটা হলো সেই গেমগুলো, যেগুলো আপনি খেলবেন। তো যে গেমগুলো আপনাকে মন খুলে খেলার সুযোগ দেবে, যে গেমগুলো আপনার ভালো লাগবে সেগুলোই তো আপনি কিনতে চাইবেন তাই না?

এই দিক থেকে পিএস ৪ প্রোর তুলনা কিংবা বিকল্প নেই। কেননা এতে আপনি পাবেন মনের মতো গেমগুলো। এছাড়া ওয়ানবক্সের তুলনায় প্রোর প্লে ষ্টেশনে রয়েছে একটি শক্তিশালী লাইন আপ, যা আপনাকে দেবে বিশেষ সুবিধা।

এসব দিক বিবেচনা করে ওয়ানবক্স ও প্রোর ক্ষেত্রে আমি মনে করি আপনার নির্দ্বিধায় প্রো-ই নেয়া উচিত। কেননা এর প্লেস্টেশনে অসংখ্য সাবজেক্টিভ দূর্দান্ত গেম রয়েছে যা এক্সবক্স ওয়ান এক্সে কল্পনাতীত। ৪ প্রোর মুক্তিপ্রাপ্ত গেমগুলোর মধ্যে উল্লেখযোগ্যগুলো হলো আনচার্টেড ৪,আনচার্টেড দ্য লস্ট লিগেসি, ব্লাডবর্ন, হরিজোন জিরো ডাউন প্রভৃতি। এছাড়া প্রোর যে গেমগুলো মুক্তির অপেক্ষায় আছে সেগুলো হল দ্য লাস্ট অফ ইউএস ২, দ্য নিউ গড অব ওয়ার।

ক্রস প্লাটফর্ম গেমগুলোতে বোনাস রয়েছে

ডেসটিনি টু, কল অব ডিউটি নামক যে গেমগুলো প্রোর প্লে ষ্টেশনে রয়েছে সেগুলোর এতটাই উপভোগ্য যা গেমপ্লেয়ারদের নিকট এক্সবক্সের তুলনায় ৪ প্রোকে করে তুলেছে আরো চাহিদা সম্পন্ন। আর এই গেমগুলোর লোভনীয় হওয়ার নেপথ্যে রয়েছে এগুলোর পরিবর্তনশীলতা, সময়ের সাথে গেমপ্লেয়ারদের পরিবর্তিত চাহিদাগুলোর সাথে তাল মিলিয়ে চলা।

এক্সবক্স ওয়ান এক্সে অনেক ক্রস প্লাটফর্ম গেমস দর্শকদের নিকট উপভোগ্য কিন্তু তারপরও কোথায় যেন একটু অভাব রয়েছে আর তা হলো এদের বিষয়বস্তুর অপরিবর্তনশীলতা। তবে এদিক থেকে ৪ প্রো একদমই ভিন্ন। কেননা সনি বিভিন্ন সময়ে গেম পাবলিশার প্রতিষ্ঠানগুলোর সাথে এই ব্যাপারগুলো নিয়ে চুক্তি করে থাকে যা ৪ প্রো’র চাহিদার শীর্ষে থাকার অন্যতম কারণ। এছাড়া বর্তমানে সনিতে রয়েছে একটি বৃহদাকার ইনস্টল বেস যার অতি দ্রুত পরিবর্তন হওয়ার কোনো সম্ভবনা নেই। এটিও কনসোলার পছন্দে আরেকটি কারণ হিসেবে বিবেচ্য।

আপনাকে এক্সবক্সের দারুণ গেমগুলো খেলতে হবে পিসিতে

Xbox exqlusive game; Image Source: GameSpot

মাইক্রোসফট বেশকিছু গেম নিয়ে এসেছে যেগুলো বেশ আকর্ষণীয় ও মজাদার। তবে এগুলো খেলতে আপনার একটি পিসি থাকতে হবে। অন্যথায় আপনি খেলতে পারবেন না গেমগুলো। কেননা এগুলো শুধুমাত্র পিসিতে খেলার উপযোগী। এগুলো খেলতে হলে আপনাকে ওয়ার গেমসের গিয়ার কিনতে হবে এবং সেগুলো পিসিতে অথবা এক্সবক্সে খেলতে হবে। এটি এক্সবক্সের পরিবর্তে প্রো কেনার একটি উল্লেখযোগ্য কারণ। আর এই গেমগুলো আপনি তখনই খেলতে পারবেন যাখন একটি পিসি থাকবে আর এই বিষয়টি অনেক গেমপ্লেয়ারকে প্রো’র দিকে আগ্রহী করে তোলে।

প্লেস্টেশন প্লাস

Image Source: YouTube

প্লেস্টেশন নেটওয়ার্কের তুলনায় এক্সবক্স লাইভের কর্মক্ষমতা ও এর নিরাপত্তাব্যাবস্থা পিসি প্লাসের তুলনায় যথেষ্ট শক্তিশালী হলেও প্লেস্টেশনের রয়েছে এর চেয়ে গ্রহণযোগ্য, উৎকৃষ্ট ও দীর্ঘতর গল্প রয়েছে এবং সেটা হলো প্লেস্টেশন তার গ্রাহকদের বিনামূল্যে গেম বিতরণ করে থাকে।

বর্তমানে যদিও এক্সবক্স বিনামূল্যে গেম বিতরণ করার কারণে পিএস স্টেশনের চাহিদা কমে গিয়েছে কিন্তু তবুও আমি বলবো প্লেস্টেশনের বিনামূল্যে দেয়া গেমগুলো উচ্চমান সম্পন্ন। আর কাছে যদি পিএসভিআর ইতিমধ্যে থেকে থাকে তবে সনির নতুন কোনো গেম বাজারে এলে আপনার পিএসভিআরের মান আপনা আপনিই বৃদ্ধি পাবে যা সনির পিএস৪ প্রোর একটি উল্লেখযোগ্য সুবিধাজনক দিক। অন্তত এই সুবিধাটি পেতে হলেও আপনার পিএস৪ প্রো-ই বেছে নেয়া উচিত।

Featured Image Source: Forbes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.